Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

 

১। সহকারী কমিশনার বরাবর আবেদন করতে হবে।

সকল প্রকার আবেদন পত্রে ১০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে।

২। জমা খারিজ

সহকারী কমিশনার বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সাথে মূল দলিল ও ভায়া দলিলের সার্টিফাইড কপি জমা দিতে হবে।

৩। রেকর্ড ও আদেশের জাবেদা নকল

কোন রেকর্ড বা আদেশের জাবেদা পেতে হলে নির্ধারিত ফরমে আবেদন করে জেলা প্রশাসকের

কার্যালয় হতে সংগ্রহ করতে হবে।

৪। খাস কৃষি জমি বন্দোবস্ত গ্রহন ও খাস অকৃষি জমি বন্দোবস্ত গ্রহন

সহকারী কমিশনার এর নিকট নির্ধারিত ফরমে ভূমিহীন সনদসহ আবেদন করতে হবে

৫।অর্পিত সম্পত্তি একসনা লীজ নবায়ন

একসনা লীজ নবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার এর নিকট আবেদন করতে হবে।